আমি কি মানুষ হতে পারি

আমার স্বদেশ নেই
আমি হাওয়া হতে পারি
আমি মেঘ হতে পারি
আমি চাঁদ-সূর্য থেকে শুরু করে
মানচিত্রহীন সব হতে পারি
হতে পারি এক পাখি
হাঁস অথবা হেরন
পৃথিবীর ক্ষুদ্র সত্য প্রাণ
‘The Cranes are Flying’

আমার কোনোই ভূমিসীমা নেই
কোনো তলশয্যা নেই
তারপরও নুনের দরিয়া থেকে মিঠে স্রোত
সকল আমার ভোগ
আমি এক মৎস্যপ্রাণ
হতে পারি তিমি কিংবা তিতপুঁটি
পৃথিবীর বিন্দু অবস্থান
‘The Old Man and the Sea’

আমার নিজস্ব কোনো বন নেই
পাহাড় ও সমতলে নেই কোনো ছেদ
শীত-গ্রীষ্ম নেই
নেই দাঁত ও নখের ভেদ
আমি এক পশু
হতে পারি বাঘ কি বানর
পৃথিবীর অরূপ সন্ধান
‘বন্যেরা বনে সুন্দর’
আমার তো স্থান-কাল-পাত্র নেই
ক্ষুদ্র ও বৃহৎ বলে কিছু নেই
সেই স্বার্থ জয়-পরাজয়
আমি এক নির্ভার পতঙ্গ
হতে পারি কীটের অধম
কেঁচো অথবা মৌমাছি
পৃথিবীর শূন্য সমাধান
‘Survival of the Fittest’

আমি কি অস্তিত্ব হতে পারি
হতে পারি পাখি-মাছ-পশু-কীট বা পতঙ্গ
আমি কি এক হতে পারি
হতে পারি আকাশ-মৃত্তিকা-জল
আমি কি ভূগোল ফেলে
ইতিহাস হতে পারি
হতে পারি আরেক পৃথিবী
আমি কি মানুষ হতে পারি?

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বালিকা ও আমি

বালিকা ফুল ভালোবাসে। আমি ভালোবাসি প্রজাপতি, পাখার রঙিন ঢেউ, সোনালি রেণু- বালিকা চঞ্চল হয়, হাওয়ায়-হাওয়ায় ওড়ে পাহাড়ে, সবুজ ঘাসের নিচে

বাকি অংশ »

ভালো আছি

ভিড়ের মধ্যে নিজেকে মৃত দেখলামএক লাশ, যে আমাকে বলতে বলল:ভালো আছিবয়সের তুলনায় বড়বেশি ভালো আছিরফা করছি খাদ্য ও পানীয়ের সঙ্গে,নির্বাসন

বাকি অংশ »

কেবল যাবার থাকে

কণ্ঠলগ্ন সাপ তুমি বেড়ে উঠো ধীরেবয়স বাড়ার মতো,লতায় পাতায় ঢাকো গেরুয়া জমিন জোড়া বৃক্ষের আকার—ঢাকো দিন, রাত-দিন একাকার করে দাও

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top