আমার স্বদেশ নেই
আমি হাওয়া হতে পারি
আমি মেঘ হতে পারি
আমি চাঁদ-সূর্য থেকে শুরু করে
মানচিত্রহীন সব হতে পারি
হতে পারি এক পাখি
হাঁস অথবা হেরন
পৃথিবীর ক্ষুদ্র সত্য প্রাণ
‘The Cranes are Flying’
আমার কোনোই ভূমিসীমা নেই
কোনো তলশয্যা নেই
তারপরও নুনের দরিয়া থেকে মিঠে স্রোত
সকল আমার ভোগ
আমি এক মৎস্যপ্রাণ
হতে পারি তিমি কিংবা তিতপুঁটি
পৃথিবীর বিন্দু অবস্থান
‘The Old Man and the Sea’
আমার নিজস্ব কোনো বন নেই
পাহাড় ও সমতলে নেই কোনো ছেদ
শীত-গ্রীষ্ম নেই
নেই দাঁত ও নখের ভেদ
আমি এক পশু
হতে পারি বাঘ কি বানর
পৃথিবীর অরূপ সন্ধান
‘বন্যেরা বনে সুন্দর’
আমার তো স্থান-কাল-পাত্র নেই
ক্ষুদ্র ও বৃহৎ বলে কিছু নেই
সেই স্বার্থ জয়-পরাজয়
আমি এক নির্ভার পতঙ্গ
হতে পারি কীটের অধম
কেঁচো অথবা মৌমাছি
পৃথিবীর শূন্য সমাধান
‘Survival of the Fittest’
আমি কি অস্তিত্ব হতে পারি
হতে পারি পাখি-মাছ-পশু-কীট বা পতঙ্গ
আমি কি এক হতে পারি
হতে পারি আকাশ-মৃত্তিকা-জল
আমি কি ভূগোল ফেলে
ইতিহাস হতে পারি
হতে পারি আরেক পৃথিবী
আমি কি মানুষ হতে পারি?