আমার একটা নামও ছিলো…

এই যে তুমি বই লিখেছো ইতিহাসের,পাঁচশ পাতার।
বই লিখেছো মুক্তিযুদ্ধ স্বাধীনতার,গল্প-গাঁথার।
কোনো পাতায় নেই লেখা নামটা আমার সে বইটাতে,
প্রাণ দিয়েছি পাকিস্তানি খান সেনাদের ঘৃণ্য হাতে।
নেই তো আমার আত্মত্যাগের রক্তদানের উপাখ্যানটা,
কী মমতায় লিখলে তুমি স্বাধীনতার অমর গানটা!
সেই গানেও নেইতো কোথাও একটুখানি আমার কথা!
আর কতোকাল চলবে তোমার এমন নিঠুর নিরবতা!!
একাত্তরের শহিদ আমি অবহেলার পাত্র নইতো!
আমার রক্ত যদি তোমার চেতনাতে একটু বইতো–
আমার দুঃখ বুঝতে তুমি ঘটতো তোমার উপলব্ধি।
পৌঁছে যেতে একেক করে শহিদ তিরিশ লক্ষ অব্দি…
কিন্তু তুমি সেইটা চাওনি কোনোদিনই তোমার লক্ষ্য–
নাম না বলে শুধুই একটা সংখ্যা বলা ‘তিরিশ লক্ষ’!
এই বাংলার ধুলি কণায় আমার রক্ত- ঘামও ছিলো…
আমি কোনো সংখ্যা তো নই আমার একটা নামও ছিলো……!

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

নিষিদ্ধ জার্নাল থেকে

ভোরের আলো এসে পড়েছে ধ্বংসস্তূপের ওপর।রেস্তোরাঁ থেকে যে ছেলেটা রোজপ্রাতরাশ সাজিয়ে দিত আমার টেবিলেরাস্তার মোড়ে তাকে দেখলাম শুয়ে আছে রক্তাপুত

বাকি অংশ »

মাতৃভূমি, কী যেন তোমার নাম ছিলো?

পাঠ্যবই থেকে অপমানে ঝরে পড়েগৌরবের পঙক্তিমালা—৭ই মার্চ প্রশ্ন করে ২৬শে মার্চকেতুমি কি শুনতে পাওজনসমুদ্রে জোয়ারের ধ্বনি?বাংলার বধির পাহাড়ওলজ্জায় নত হয়,সাগরের

বাকি অংশ »

খিদে

আবদুল হাইকরে খাই খাইএক্ষুনি খেয়ে বলেকিছু খাই নাই।লাউ খায় শিম খায়খেয়ে মাথা চুলকায়ধুলো খায়মুলো খায়মুড়ি সবগুলো খায়লতা খায় পাতা খায়বাছে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top