কাশ ভর্তি অনেক আকাশ, আকাশ বেশুমার
আমার একটা আকাশ আছে রঙ জানো কি তার?
গাঢ় সবুজ আকাশ আমার অনিন্দ্যসুন্দর
আমার কোনো ঘর-বাড়ি নেই আকাশ আমার ঘর।
আমার আকাশ সবুজ হলে তোমার সমস্যা কি?
আমি না হয় আমার গড়া স্বপ্ন নিয়েই থাকি।
তোমার সঙ্গে বন্ধু আমার নাই বা থাকুক মিল
আমার আকাশ সবুজ থাকুক তোমার আকাশ নীল।
আমার সবুজ আকাশটাতেই উড়ুক ভুবনচিল…
এক গাঁয়ে
আমরা দুজন একটি গাঁয়ে থাকি।সেই আমাদের একটিমাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।তাহার দুটি পালন-করা ভেড়াচরে