ভালো মেয়ে খারাপ মেয়ে 

ঠিক কাদেরকে ভালো মেয়ে বলে
আমি এখনও বুঝতে পারি না।
এই বাংলায় যেসব মেয়ের দাদা লম্পট
সেইসব মেয়ের সহজে বিয়ে হয় না।
মা-মাসীদের মতে, যেসব মেয়েরা
সারাদিন ঘরের কাজ করে,
কোন ছেলের সঙ্গে রাস্তায় ঘুরে বেড়ায় না,
তারাই ভালো মেয়ে।
ভাই থাপ্পড় মারে, বাবা থাপ্পড় মারে,
মা ঘরে আটকে রাখে
মামা বাড়ির লোকেরা স্নেহের নামে
যেখানে সেখানে হাত দিয়ে যায়
অথচ মুখ খোলে না কখনও
সে মেয়েকেই আমরা ভালো বলি।
কাকে ভালো মেয়ে, কাকে খারাপ মেয়ে বলে
সে এক রহস্য।
মাতাল স্বামী পরিত্যাগ করে
যারা একা থাকতে চায়,
তাদের বাড়ীওয়ালা ঘর দিতে চায় না।
যে মেয়েটি বাসের মধ্যে ভদ্রলোকের গালে
থাপ্পড় বসিয়ে দিলো,
গণ্ডগোল থামতে অফিসযাত্রীরা বললেন দিদি,
পরের স্টপেজে নেমে একটা ট্যাক্সি ধরে নিন।
যে মেয়ে কারো তোয়াক্কা করে না,
নিজে আনে নিজে খায়,
যে মেয়ে চাঁদপাল ঘাটে
একা দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে,
তার দিকে আমরা ভুরু কুঁচকে তাকাই।
তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো?
মুখ বুজে যারা সব অত্যাচার সহ্য করে
তাদেরকে ভালো মেয়ে বলে?
মুখ বুজে যারা সব অত্যাচার সহ্য করে না,
তাদেরকে খারাপ মেয়ে বলে?

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

একটি দুর্বোধ্য কবিতা

এবার লক্ষ্মীশ্রী মুছে গেছেলেগেছে কি তীব্র রূপটানএইবার পথে বেরোলেইসকলের চক্ষু টানটানবাড়ি ফিরে সেই এক সংসারসেই এক সাধারণ স্বামীআজ শান্ত, কাল

বাকি অংশ »

মৃণালের পত্র

সেই ছুটুবেলাতে আমাদেরপাহাড় কোলের জোড়েলদী পেরাতে যাইয়েএক আষাঢ় মাসের হড়কা বানেআমি আর আমার ভাইভাস্যে গেছলম বানের তোড়েভাইটি গেল ডুবে আমি

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top