যে মেয়েটি চলে গেছে

ঐ টুকু তার চাওয়া ছিল
এক চিলতের দাওয়া
শিউলি শরৎ ছটফটে মেঘ
সারা আকাশ ছাওয়া
যেতে গিয়েও থমকে যাওয়া
প্রানের কুটুমজন
ঘর পেরিয়ে ধান ভরা মাঠ
সবুজ নীল আর বন।

ঐ টুকু তার চাওয়া ছিল
কিন্তু সেবার ফাগুন
কানে দিল ফুস মন্তর
শাড়ীতে দিল আগুন
গলে গেছে কাঁচ পোকা চিপ
পাড়া পরশি ধন্দ
দুমড়ে গেছে লক্ষীর পা
কেরোসিনের গন্ধ।

চাওয়া ছিল একটুখানি
ছেলে মেয়ে .. ব্যাস
রাত্রি জুড়ে মনের মানুষ
গনগনে নিঃশ্বাস
তিনটি কাঁচা লন্কা ঠাসা
একটি ভাতের থালা

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

ক্ষেত মজুরের কাব্য




মুগর উঠছে মুগর নামছে

ভাঙছে মাটির ঢেলা,

আকাশে মেঘের সাথে সূর্যের

জমেছে মধুর খেলা।



 ভাঙতে ভাঙতে বিজন মাঠের

কুয়াশা গিয়েছে কেটে,

কখন শুকনো মাটির তৃষ্ণা

শিশির

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top