মেঘের সঙ্গে কথা হবে ভয়ানক
চূড়ান্তরূপ বোঝাপড়া হবে আজ
মেয়েটিকে যদি কাঁদাতেই হবে তবে
বৃষ্টিকে কেন শিখিয়েছে কারুকাজ?
আকাশের সাথে আজ হবে একহাত
দিগন্তে কেন ভাসিয়েছে জলাধার
পৃথিবীকে যদি ডুব দিতে হবে জলে
অতীত দিনের স্মৃতি কেন বারবার?
আজ কেন এই মেঘে-বিদ্যুতে খেলা
জানালায় কেন বৃষ্টির ঝড়ো সুর
বাতাসেই যদি ভেসে যাবে সব কথা
আজ কেন মন টান দেয় বহুদূর।
খোলা জানালায় জল ভরা এই চোখ
কাঁদতে এসেছে চরাচরে মুখ গুঁজে
বৃষ্টিকে যত নূপুর পরাও আজ
বিরহী শালিক অশ্রুকে নেবে খুঁজে।
আজ বোঝাপড়া বিপরীত বর্ষায়
আজ বোঝাপড়া হৃদয়ের দর্পণে
তুমি মেঘ যত মত্ততা আনো, হানো
বুকের মাদক, মনে পড়বেই মনে।