আঁটুল বাঁটুল শামলা সাঁটুল,
শামলা গেছে হাটে।
কুঁচবরন কন্যা যিনি,
তিনি ঘুমান খাটে।
খাট নিয়েছে বোয়াল মাছে,
কন্যে বসে কাঁদে,
ঘটি বাটি সব নিয়েছে,
কিসে তবে রাঁধে?
আর কেঁদো না,
আর কেঁদো না,
ছোলা ভাজা খেয়ো,
মাটির ওপর মাদুর পেতে
ঘুমের বাড়ি যেয়ো।
আঁটুল বাঁটুল শামলা সাঁটুল,
শামলা গেছে হাটে।
কুঁচবরন কন্যা যিনি,
তিনি ঘুমান খাটে।
খাট নিয়েছে বোয়াল মাছে,
কন্যে বসে কাঁদে,
ঘটি বাটি সব নিয়েছে,
কিসে তবে রাঁধে?
আর কেঁদো না,
আর কেঁদো না,
ছোলা ভাজা খেয়ো,
মাটির ওপর মাদুর পেতে
ঘুমের বাড়ি যেয়ো।
মনারে মনা কোথায় যাস?বিলের ধারে কাটব ঘাস। ঘাস কি হবে?বেচব কাল,চিকন সুতোর কিনব জাল। জাল কি হবে?নদীর বাঁকেমাছ ধরব ঝাঁকে
আবদুল হাইকরে খাই খাইএক্ষুনি খেয়ে বলেকিছু খাই নাই।লাউ খায় শিম খায়খেয়ে মাথা চুলকায়ধুলো খায়মুলো খায়মুড়ি সবগুলো খায়লতা খায় পাতা খায়বাছে
আমার রঙের বাক্স থেকেঢালবো এমন নীল,আকাশ পাতাল খুঁজলে তবুপাবে না তার মিল।আমার তুলির ছোঁয়ায় শাদাপাতায় পড়বে দাগ।হরিণ যাকে ভয় পাবে
কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়
খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের
মনে আছে একবার বৃষ্টি নেমেছিল? একবার ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিলআমাদের ইস্টিশনে— সারাদিন জল ডাকাতের মতোউৎপাত শুরু কোরে দিয়েছিল
আমাদের সাথে যোগাযোগ করুন: [email protected]
এটি কোন বাণিজ্যিক উদ্যোগ নয়। এই ওয়েবসাইটে প্রকাশিত কবিতা, লেখা কিংবা অন্য যেকোন উপাত্ত সংশ্লিষ্ট কবি, লেখক কিংবা মালিকানায় থাকা ব্যক্তির নামে অন্তর্ভূক্ত করা হয়েছে। যদি কোন ব্যক্তি কিংবা পক্ষ যথাযথ কারণ দেখিয়ে কোন উপাত্ত সরিয়ে নিতে বলেন তাহলে নান্দনিক কর্তৃপক্ষ তা প্রত্যাহার করে নেবে।