মেঘের ভেতর বৃষ্টি খুঁজতে গিয়ে
আমি নির্বাসিত নিদাঘ দহনে
চাঁদের কাছে জোছনা ছাড়া আর কিছুই চাইনি
অথচ বৃষ্টি এলো উত্তুরে হাওয়ায় পৌষের হিমে।
আর এলো অদ্ভুত কুয়াশায় ঢাকা বিবর্ণ চন্দ্রগ্রহণ
আমি তবু নির্বাসিত থেকে যাই।
কেউ কেউ বলে-
নির্বাসনের নামই নাকি মানবজনম।
আমি
আমারই চেতনার রঙে পান্না হল সবুজ, চুনি উঠল রাঙা হয়ে । আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে । গোলাপের দিকে চেয়ে বললুম