এই হেমন্তে

হয়তোবা ইউক্যালিপটাস
বংশে আমার জন্ম হয়েছিল গত শতাব্দীতে।
প্রচুর কান্নার জল ক্রমাগত সঞ্চয় করেছি,
তবু আমি কাঁদতে পারি না।

আমি স্থির বিষণ্ণতা—
এতটা আমি বিষণ্ণ ছিলাম কি না, মনে পড়ছে না।
যে রকম চোখে পড়ছে না—
বশিষ্ঠ মুনির পত্নী নীলিমার কোনখানে আছে।

তবু এই হেমন্তের মাঝে
শরতের মেঘ এসে দেখা করতে চায়,
অথচ বিষণ্ণ আমি পড়ে থাকি একা বিছানায়।
অপেক্ষায় আছি আমি শীতঘুমে গুটিয়ে যাওয়ার বিষণ্ণতাসহ।
আমি যদি জেগে উঠি ঘুমভাঙা মাতালের মতো—
আমি তার ঘুম ভাঙাব না।
তবু কেন শরতের মেঘ
আমার আকাশে ভাসে!
কী করে বোঝাই তাকে—
মানুষের ছদ্মবেশে এখন আমি ইউক্যালিপটাস।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

ক্ষেত মজুরের কাব্য




মুগর উঠছে মুগর নামছে

ভাঙছে মাটির ঢেলা,

আকাশে মেঘের সাথে সূর্যের

জমেছে মধুর খেলা।



 ভাঙতে ভাঙতে বিজন মাঠের

কুয়াশা গিয়েছে কেটে,

কখন শুকনো মাটির তৃষ্ণা

শিশির

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top