শামীম আল আমিন এর কাজ নিয়ে
কুইন্স লাইব্রেরির সুন্দর আয়োজন

কখনো কখনো কবিতা ইতিহাসের একটি অধ্যায় হয়ে যায়। কবিতা হয়ে যায় একটি দেশ। বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ চলছিল। ১৯৭১ সালের মাঝামাঝি কলকাতায় গিয়েছিলেন আমেরিকার খ্যাতিমান কবি অ্যালেন গিন্সবার্গ। প্রায় এক কোটি মানুষ তখন আশ্রয় নিয়েছে প্রতিবেশি ভারতে। শরণার্থীদের দু:খ-দূর্দশা নিজ চোখে দেখতে গিয়েছিলেন গিন্সবার্গ। এরপর নিউইয়র্কে ফিরে গিয়ে তিনি লিখলেন তার কালজয়ী সেই কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’।

অমর সেই কবিতার উপর ভিত্তি করে লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ নামেই একটি বই লিখেছেন। যা প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায় অনন্যা থেকে। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নামে তার আরেকটি বই। এই দুটি বই উদযাপন ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন উপলক্ষ্যে শনিবার নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী একটি অনুষ্ঠান।

অনুষ্ঠানটি শুরু হয় ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির উপর চমৎকার একটি পরিবেশনা দিয়ে। পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পী মৌসুমী ভৌমিক কবিতাটির যে কাব্য অনুবাদ করেছেন, সেটাই পরিবেশন করলেন আবৃত্তি শিল্পী আবীর আলমগীর ও শুক্লা রায়। সঙ্গে গান পরিবেশন করেন ক্রিষ্টিনা লিপি রোজারিও।

এরপর প্রদর্শিত হয় শামীম আল আমিনের পরিচালনায় নির্মিত ‘মুক্তিযুদ্ধে আমেরিকার বন্ধুরা’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্র। কুইন্স পাবলিক লাইব্রেরির নিউ আমেরিকান প্রোগ্রাম আয়োজিত অনুষ্ঠানের সহযোগী ছিল বেসরকারি অলাভজনক সংগঠন ‘নোলক’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো: নাজমুল হুদা। সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সর্বকনিষ্ঠ শিল্পী কুইন মাহজাবীন ইসলাম, মুক্তিযোদ্ধা ও শিল্পী দেবু চৌধুরী, মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমী, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য প্রাণ গোবিন্দ কুণ্ডু এবং কুইন্স লাইব্রেরির নিউ আমেরিকান প্রোগ্রামের এসিসটেন্ট ডিরেক্টর ফ্রেড গিটনার। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন শামীম আল আমিন।

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমেরিকান বন্ধু ড. ডেভিড নালিন। পেন্সিলভেনিয়া থেকে ভিডিওবার্তার মাধ্যমে তিনি যোগ দেন অনুষ্ঠানে।

এরপর জর্জ হ্যারিসনের গানের অনুবাদ পাঠ করেন গোপন সাহা। গানটি গেয়ে শোনান এ প্রজন্মের প্রতিভাবান শিল্পী আলভান চৌধুরী। জোয়ান বায়েজের গানের অনুবাদ পাঠ করেন লুৎফুন নাহার লতা। অপর্ণা আমিনের কণ্ঠে সেই গানটিও পরিবেশিত হয় অনুষ্ঠানে। এ ছাড়া খান মোহাম্মদ ফারাবীর অনুবাদ করা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি আবৃত্তি করেন তাহরীনা পারভীন প্রীতি। অনষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ তানভীর আহমেদ।

কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য এসময় কুইন্স লাইব্রেরিকে ‘ফ্রেন্ডস অব ফ্রিডম’ এবং ‘নোলক’ এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয়। এছাড়া শামীম আল আমিনের লেখা বেশ কিছু বই লাইব্রেরিতে হস্তান্তর করা হয়

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top