কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি

বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের আয়োজন করে সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম। সম্প্রতি জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও উৎসবের মধ্য দিয়ে নিজেদের সাফল্য উদযাপন করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাকরি প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নিউজার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল ওয়ার্ক এর অধ্যাপক ড. গোলাম এম মাতবর। 

সাকসেস ক্যারিয়ার কনসার্ল্টিং ফার্মের প্রতিষ্ঠাতা ও সিইও এম ডি জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য রাখেন মাহফুজ জামান রুদ্র। আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি ও নাট্যশিল্পী শুক্লা রায়। সঙ্গীত পরিবেশন করেন মরিয়ম মারিয়া এবং মো: শামীম রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম ডি রহমান মিরন ও শেখ তানভীর আহমেদ।

নিউইয়র্কে ২০১৬ সালে সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম নামে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন এম ডি জামান। নিজে স্টেট পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত আট শতাধিক মানুষকে নিউইয়র্কে সিটি ও স্টেট এবং ফেডারেলে বিভিন্ন পদে চাকরি পেতে সহায়তা দিয়েছেন তিনি।  

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top