৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি

প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে শুরু হচ্ছে এই বইমেলার ৩৩তম আসর। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে চারদিনব্যাপী এবারের বইমেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা। বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার স্বনামধন্য চল্লিশটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এতে। এছাড়া বিভিন্ন দেশ থেকে অসংখ্য পাঠক, লেখক ও শিল্পীর উপস্থিতিতে মুখর হয়ে উঠবে বইমেলা। আয়োজকরা ধারণা করছেন অসংখ্য নতুন বই স্থান পাবে এবারের বইমেলায়। দশ সহস্রাধিক বইয়ের সমারোহে সেজে উঠবে প্রাণের মেলা। 

‘যত বই তত প্রাণ’ এই শ্লোগান নিয়ে মেলাকে ঘিরে এরিমধ্যে ব্যাপক সাড়া পড়ে গেছে। মেলা উপলক্ষ্যে সম্প্রতি জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়েছে একটি মতবিনিময় সভা। এতে বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. নুরুন নবী, কো-চেয়ারপার্সন নিনি ওয়াহেদ, প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা, উপদেষ্টা গোলাম ফারুক ভুঁইয়া ও এবারের বইমেলার আহবায়ক লেখক হাসান ফেরদৌস। 

এবারের বইমেলায় পদ্মশ্রী পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ বিশিষ্ট শিল্পীদের অনেকে সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্কসহ নানা আয়োজন। আয়োজকরা জানিয়েছেন এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হয়েছে নিউইয়র্ক বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধের উপর বিশেষ কয়েকটি পর্ব। 

এবারের মেলায় বরাবরের মতো থাকছে স্বরচিত কবিতা পাঠের আসর। আরও থাকবে প্রেমের কবিতা নিয়ে আবৃত্তির আসর “আবার ভালোবাসার সাধ জাগে”।  

মেলায় অংশগ্রহণকারি প্রকাশকদের মধ্য থেকে সেরা প্রকাশককে দেয়া হবে চিত্তরঞ্জন সাহা পুরস্কার। দেয়া হবে সাহিত্যে অবদানের জন্য মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার। আরও থাকবে শহীদ কাদরী সেরা বই পুরস্কার। 

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top