“আলোকের এই ঝর্ণাধারায়”
নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা
নিজস্ব প্রতিবেদক

বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়-এর একক আবৃত্তি সন্ধ্যা “আলোকের এই ঝর্ণাধারায়” অনুষ্ঠিত হলো গত শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যামাইকা কালী মন্দিরে। শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের অনন্য পরিবেশনা মন্ত্রমুগ্ধ করে রাখে উপস্থিত দর্শক-শ্রোতাদের। অনুষ্ঠানটি রূপ নিয়েছিল এক মিলনমেলায়—প্রবাসে সংস্কৃতিপ্রেমী বাঙালিদের প্রাণের আসর যেন।
এই ব্যতিক্রমী আয়োজনে সহযোগিতা করে আবৃত্তি বিষয়ক অনলাইন পোর্টাল ও সংগঠন “নান্দনিক” এবং জ্যামাইকা কালী মন্দির।

অনুষ্ঠানের শুরুতেই ডায়াসপোরার শিল্পীদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এরপর মঞ্চে আসেন শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা আবৃত্তির উপস্থাপনায় বিমোহিত হন সবাই। নিঃশব্দে শ্রোতারা যেন অনুভব করছিলেন কণ্ঠের যাদুতে বোনা একেকটি শব্দের চমৎকার প্রকাশ।
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ডায়াসপোরা ইউএসএ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. প্রতাপ দাস। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ধন্যবাদ জানান সকল সহযোগী ও অংশগ্রহণকারীকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন, আর ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ডায়াসপোরার সাধারণ সম্পাদক এজাজ আলম।
শিল্পীকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন ক্যান্সার চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. রাজ্যশ্রী সাহা রায়। ফুল দিয়ে শুভেচ্ছা জানান আবৃত্তিশিল্পী ও “নান্দনিক”-এর প্রতিষ্ঠাতা সম্পাদক শুক্লা রায়, শিল্পী পারভীন সুলতানা ও তাহরীনা পারভীন প্রীতি।

শিল্পীর আবৃত্তির সঙ্গে বাঁশি পরিবেশন করেন সৌগত সরকার হিল্লোল। ডায়াসপোরার শিল্পীদের পরিবেশনায় অংশ নেন
সুপ্রিয়া চৌধুরী, অনুপ দাশ, বিদিশা দেওয়ানজি, মিলাদুন এনি, ইরামনি দেবী, দেবদাস চৌধুরি, রুদ্রনীল দাশ রুপাই, সারগাম চৌধুরি, শ্রেয়া চৌধুরি এবং অরুন্ধতী ভট্টাচার্য। তবলায় সঙ্গত করেন খ্যাতিমান শিল্পী দেবু চৌধুরী। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন ফণী দেবনাথ।

প্রবাসে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ধারা—আবৃত্তিকে কেন্দ্র করে এমন একটি আয়োজন যে শুধু প্রবাসী বাঙালিদের মনের খোরাক জুগিয়েছে তা নয়, বরং বাংলা সংস্কৃতির আন্তর্জাতিক বিস্তারে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।