আবার বসব মুখোমুখি

আমাদের মাকে যেদিন আমরা ভাওয়ালের জঙ্গলে
ফেলে রেখে পালিয়ে গিয়েছিলাম,
ডালে ডালে পাখিরা বেদনায় মূক হয়ে গিয়েছিল।
অথচ আকাশ ভরে উঠছে আলোয় আলোয়
পাখি ছাড়া আকাশে আর কোনো পাখা নেই
কাকলি ছাড়া আকাশে কোনো গর্জন নেই
পাখির হৃৎপিণ্ড ছাড়া আকাশে কোনো ইঞ্জিন নেই
কক্সবাজারের সৈকতে নীল ঢেউয়ে
জলকেলি করছে ডলফিন
পঞ্চগড় থেকে দেখা যাচ্ছে
কাঞ্চনজঙ্ঘার সোনালি শিখর
শুধু তোমার সঙ্গে আমার কফি সন্ধ্যাটা আর এল না
আঙুলে আঙুল ছোঁয়াব অলক্ষ্যে
এক টেবিলে মুখোমুখি—
আমরা কফিমগে চামচ নাড়বার বদলে
যার যার ঘরে বন্দী
আঙুলে মৃত্যুর সংখ্যা গুনতে লাগলাম
অচিরেই কালো মৃত্যু সাদা কাফন ঢেকে দিতে লাগল
সবকিছু—টিভি পর্দা, অনলাইন নিউজ,
প্রথম আলোর প্রথম পৃষ্ঠা থেকে শেষ কলাম
আমরা কফির ঘ্রাণের বদলে
লোবানের গন্ধ পেতে শুরু করলাম
মার্চ থেকে নভেম্বর পেরিয়ে ডিসেম্বর
আমাদের সমস্ত অস্তিত্বজুড়ে গোর খননের শব্দ
আমরা যখন আমাদের মাকে
ফেলে রেখে এলাম জঙ্গলে
বাবাকে তুলে দিলাম আঞ্জুমানের হাতে
তখন আকাশে টিয়াপাখির ঝাঁক
একবার অবিশ্বাসের চোখে
আমাদের দিকে দৃকপাত করল
আমাদের অক্সিজেন কমে আসতে লাগল
শ্বাস রোধ হয়ে আসতে লাগল আমাদের
আমরা মিকেলাঞ্জেলোর ছবির মতো পরস্পরের দিকে
অসহায় আঙুল বাড়ালাম
মৃত্যু সেই হাত সরিয়ে নেবার আগে
মানুষই এগিয়ে এল মানুষের দিকে
পোশাককর্মীরা শত মাইল হেঁটে
যোগ দিলেন কারখানায়
বিদ্যানন্দের কিশোরেরা মমতার হাতে
কড়া নাড়ল দরজায়
দু–দুবার করোনাক্রান্ত হওয়ার পরেও
রোগীদের পাশে দাঁড়ালেন ডা. সিফাত
হাসপাতালে কোভিড রোগী স্বামীর শিয়রে
লেপ্টে রইল সদ্য বিবাহিতা নারী
বৃদ্ধা মাকে কোলে করে বসে রইল নাছোড় যুবক
কোভিডকে পরাজিত করে হাসিমুখে ফিরল তারা
তাদের সেই হাসি ছড়িয়ে পড়ল আকাশে
মানুষকে মানুষের পাশে দাঁড়াতে দেখে
পাখিরা আবার হেসে উঠছে
পাতায় পাতায় আদর বোলাচ্ছে ভোরের সূর্য
আমরা ২০২১-এর দিকে পা বাড়ালাম
আমাদের পাশে পাখি
আমাদের পাশে নদী
আমাদের সামনে সাগর
আমাদের পেছনে পাহাড়
আমাদের সঙ্গে আকাশ
আর আমাদের সঙ্গে মানুষ।
আমরা আবার কফির পেয়ালা হাতে বসব
মুখোমুখি, নীলকণ্ঠ পাখি।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

আমরা কেউ কেউ ডাস্টবিন

ডাস্টবিনেরা কষ্ট জমা করে রাখে,অদ্ভুত সব কষ্ট। উচ্ছিষ্টের কষ্ট, অবশিষ্টের কষ্টঅপেক্ষার কষ্ট, উপেক্ষার কষ্টরাতের কিংবা ক্ষুধার্তের কষ্ট।ডাস্টবিন দেখে ঝকঝকে ডাইনিঙরাসুগন্ধি

বাকি অংশ »

শুন্য

তোমার জন্য যতটা পথ হেঁটেছিততটা পথ হাঁটলেআমি পৌঁছে যেতে পারতাম জেরুজালেমআমার প্রিয়তম শহর।তোমার জন্য যতটা রাত কেঁদেছিততটা কান্নায় আমি ছুঁয়ে

বাকি অংশ »

মানুষ বড় অভিমানী 

মানুষ বড় অভিমানী প্রাণীসে চায়,তার মন খারাপ হলেপ্রিয় মানুষটাকে না বললেওসে বুঝে ফেলুক।ফোন করে খানিক ম্লান গলায়‘হ্যালো’ বলতেই ওপারের মানুষটা

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top