প্রচলিত ছড়া
আগডুম বাগডুম
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজেঢাক ঝাঁজর মৃদং বাজেবাজতে বাজতে চললো ঢুলীঢুলী গেল সে-ই কমলাফুলিকমলাফুলির টিয়েটাসুজ্জিমামার বিয়েটাআয় রঙ্গন হাটে যাইপান সুপারী কিনে
আয় আয় চাঁদমামা
আয় আয় চাঁদমামা টি দিয়ে যাচাঁদের কপালে চাঁদ টি দিয়ে যামাছ কাটলে মুড়ো দেবধন ভাঙলে কুঁড় দেবকাল গড়ুর দুধ দেবদুধ
ইকির মিকির চামচিকির
ইকির মিকির চামচিকিরচামেকাটা মজুমদারধেয়ে এলো দামোদরদামোদরের হাঁড়িকুড়িদোয়ারে বসে চালকুটিচালকুটতে হলো বেলাভাত খায় নি দুপুর বেলাভাতে পরলো মাছিকোদাল দিয়ে চাঁচিকোদাল হলো
বাদুর বাদুর মিতে
বাদুর বাদুর মিতেযা খাবি তা তিতে,গাঙকুলি যাইওনাবাটা মাছ খাইওনা !বাটা মাছের ত্যালেমোমবাতি জ্বলেডেবো গাছের তলে।
হাক্কুম হাক্কুম
হাক্কুম হাক্কুম থলিলোকোন্ কুমোরে গড়িল,লোহার গাঙে ফেলিলোপুটি মাছে গিলিলো;সুন্দর মানুষ উস্তের ফুল !তাবৎ মানষির চক্ষুশুল।
ইচিং বিচিং চিচিং চা
ইচিং বিচিং চিচিং চাপ্রজাপতি উড়ে যারাম দুই শ্যাম তিনআমাবস্যা ঘোড়ার ডিম।
বাক বাক্ কুম পায়রা
বাক্ বাক্ কুম পায়রামাথায় দিয়ে টায়রাবউ সাজবে কালকি?চড়বে সোনার পালকি?পালকি চলে ভিন গাঁ-ছয় বেহারার তিন পা।পায়রা ডাকে বাকুম বাক্তিন বেহারার
খোকন খোকন ডাক পাড়ি
খোকন খোকন ডাক পাড়িখোকন মোদের কার বাড়ি ?আয় রে খোকন ঘরে আয়দুধ মাখা ভাত কাকে খায়।
হাসি
হাসতে নাকি জানেনা কেউকে বলেছে ভাই?এই শোন না কত হাসিরখবর বলে যাই। খোকন হাসে ফোঁকলা দাঁতেচাঁদ হাসে তার সাথে সাথে
কানা বগীর ছা
ঐ দেখা যায় তাল গাছঐ আমাদের গাঁ।ঐ খানেতে বাস করেকানা বগীর ছা।ও বগী তুই খাস কি?পানতা ভাত চাস কি?পানতা আমি
ইতল বিতল
ইতল বিতল গাছের পাতাগাছের তলায় ব্যাঙের মাথা।বৃষ্টি পড়ে ভাঙ্গে ছাতাডোবায় ডুবে ব্যাঙের মাথা।