ভালো আছো?
-দেখো মেঘ বৃষ্টি আসবে।
ভালো আছো?
-দেখো ঈশান কোনের আলো, শুনতে পাচ্ছো ঝড়?
ভালো আছো?
-এইমাত্র চমকে উঠলো ধপধপে বিদ্যুৎ ।
ভালো আছো?
-তুমি প্রকৃতিকে দেখো।
-তুমি প্রকৃতি আড়াল করে দাঁড়িয়ে রয়েছো।
আমিতো অণুর অণু, সামান্যর চেয়েও সামান্য।
তুমি জ্বালাও অগ্নি, তোল ঝড়, রক্তে এতো উন্মাদনা।
-দেখো সত্যিকার বৃষ্টি, দেখো সত্যিকার ঝড়।
তোমাকে দেখাই আজোশেষ হয়নি,
তুমি ভালো আছো?
খিড়কি
খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের